রবিবার , ২ জুন ২০২৪ , রাত ০৯:০৩
ব্রেকিং নিউজ

নড়াগাতীতে তারেক জিয়ার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

রিপোর্টার : নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : বৃহঃস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ , সকাল ১১:৩৭

নড়াইলের নড়াগাতীতে বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 ৩ এপ্রিল (বুধবার) বিকাল ৫টার দিকে নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌফিক এলাহী রুবেলের নিজ বাড়ী টোনা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নড়াগাতী থানা শাখার আয়োজনে সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন থানা স্বেচ্ছাসেবক দলের তৌফিক এলাহী রুবেল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আপ্পায়ন বিষয়ক সম্পাদক সাহীদুজ্জামান পাশা।প্রধান বক্তা হিসাবে ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আরিফুজ্জামান মিলন।

 এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় পরিবারের ২২০ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ আপ্পায়ন বিষয়ক সম্পাদক সাহীদুজ্জামান পাশা।

 বক্তারা আওয়ামিলীগ সরকারের দুর্নীতি, স্বেচ্ছাচারীতা ও মিথ্যা মামলায় হয়রানির তীব্র সমালোচনা করে খালেদা জিয়াসহ আটক সকল নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দিলু,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক স. ম. রেজাই রাব্বি কামাল, জেলা বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ সিহাব উদ্দিন, খাশিয়াল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়া মোল্লা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পৌর যুব দলের আহ্বায়ক মোঃ বখতিয়ার, কালিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক

মোঃ শফিকুল ইসলামসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা।।