সোমবার , ৩ জুন ২০২৪ , রাত ১২:৫৩
ব্রেকিং নিউজ

রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে জাতিসংঘ’

রিপোর্টার : নিউজ ডেস্ক || ডিএমসি নিউজ২৪.কম
প্রকাশ : রবিবার , ১২ মে ২০২৪ , রাত ০৯:৫৫

মহিববুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানান, মিয়ানমার থেকে বলপূর্বোক বাস্তুচ্যুত হয়ে এদেশে  আশ্রয় নেওয়া  রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়কেন্দ্রের আশপাশের স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের সঙ্গে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে কাজ করবে ।

আজ রবিবার (১২ মে) প্রতিমন্ত্রীর সঙ্গে তার সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

মহিববুর রহমান বলেন, ‘প্রতি রোহিঙ্গার জন্য মাসিক বরাদ্দ বাড়াতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অব্যাহত যোগাযোগ রক্ষা করে যাচ্ছে সরকার।’

গোয়েন লুইস জানান , ‘বাংলাদেশে ক্ষয়ক্ষতি কমানো ও ভূমিকম্পের ঝুকিকম ডেকানো এবং উদ্ধারসহ সার্বিক ব্যবস্থাপনায় এ দেশের সক্ষমতা বাড়াতে যৌথ কার্যক্রম গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় কৌশলগত সহয়তা প্রদানের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে স্থানীয় অংশীজনের সম্পৃক্ততা বাড়াতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’