সোমবার , ৩ জুন ২০২৪ , রাত ১২:৫৩
ব্রেকিং নিউজ

ছুটি নিয়ে সুখবর মাদ্রাসা শিক্ষকদের

রিপোর্টার : নিউজ ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার , ২ জানুয়ারী ২০২৪ , রাত ১০:১৪
নতুন শিক্ষাবর্ষে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি ৭৬ দিন। সে তুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কম ছুটি থাকায় শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। পরে তাদের ছুটি ৬০ দিন থেকে বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। তবে মাদ্রাসাগুলোতে ছুটি ৬০ দিনই রয়েছে। এ নিয়ে মাদ্রাসা‌ শিক্ষকরাও অসন্তোষ জানিয়েছেন। তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের ফোন করে ছুটি বাড়ানোর অনুরোধ জানাচ্ছেন। এমন পরিস্থিতিতে মাদ্রাসার ছুটিও বাড়ানোর উদ্যোগ নিয়েছে অধিদপ্তর।
মাদ্রাসার শিক্ষকরা বলছেন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসার বার্ষিক ছুটির বৈষম্য অনেক দিনের। এবার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন। সেখানে মাদ্রাসার ছুটি মাত্র ৬০ দিন। একই সিলেবাসে পড়ানোর পরও তারা ১৬ দিন ছুটি বেশি পাচ্ছে।

 মহাপরিচালক (অতিরিক্ত সচিব)
 মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হাবিবুর রহমান বলেন, মাদ্রাসা পরীক্ষা রুটিন সহ কিছু ভিন্ন তা থাকে। কিন্তু  মাদ্রাসার ছুটি সমান না হলেও যাতে মাধ্যমিক ও প্রাথমিকের কাছাকাছি থাকে,

 সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কলেজের ছুটি ৭১ দিন। এর সমান ছুটি নির্ধারণ করে প্রস্তাব মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।