রবিবার , ২ জুন ২০২৪ , রাত ০৯:০৩
ব্রেকিং নিউজ

লোহাগড়ায় দুর্গন্ধযুক্ত বজ্র ও ময়লা অপসরণের দাবিতে যুব সমাজের উদ্যোগে মানববন্ধন

রিপোর্টার :
প্রকাশ : সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ , রাত ০৯:৩৭


মনির খান নড়াইল।

লোহাগড়া পৌর মেয়র নিজের এলাকা ঠিক রেখে ময়লা ও বজ্র ফেলছেন লক্ষ্মী পাশার  প্রাণকেন্দ্র লক্ষীপাশা খাদ্য গুদাম, শ্রীশ্রী কালিমাতা মন্দির, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়, লক্ষ্মীপাশা গার্লস স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও ভূমি অফিস সংলগ্ন। 

লক্ষীপাশা খেয়াঘাটের ব্রীজ থেকে পশ্চিম দিকে ৫০০ গজের মধ্যে ই খাদ্য গুদাম, ওখানে ই ফেলা হচ্ছে ময়লা ও বজ্র, যার দুর্গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে অসুস্থ হয়ে পড়ছেন।

ময়লা ও বজ্র  ফেলার স্থান থেকে ৫০ থেকে ৬০ গজের মধ্যে ই প্রত্যেকটি প্রতিষ্ঠান। অথচ পৌর মেয়র কেমন করে অনুমোদন দিলেন ওখানে ময়লা ও বজ্র ফেলার জন্য ?আর তার ই প্রতিবাদে অদ্য ১৫ এপ্রিল সোমবার সকাল ১০ টার দিকে লক্ষীপাশা  খাদ্য গুদামের সামনে  যুবসমাজের উদ্যোগে এলাকাবাসীদের নিয়ে মানববন্ধন করেন।

ময়লা ও বজ্র ফেলার কারণে, পথচারী ও স্কুলের ছাত্র-ছাত্রীদের চরম দুর্ভোগে পরিনত হয়েছে। প্রত্যেকটি মানুষ নাক ও মুখ চেপে ধরে  ময়লা ও  বজ্র এলাকা ত্যাগ করার দৃশ্য খুবই দুঃখজন।

উক্ত বিষয় নিয়ে পৌর মেয়র সৈয়দ মশিয়ূর রহমান এর সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ও পাওয়া যায় নাই।